কালিয়াচক

গৃহবধূকে খুন করার অভিযোগ!

 

এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়াল কালিয়াচক থানার মজমপুর অঞ্চলের ঘোনটোলা এলাকায়। মৃত গৃহবধূর দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

    জানা যায়, মৃত গৃহবধূর নাম মেরুন্নেসা (২২)। পিতার নাম বাবুল শেখ, বাড়ি মজমপুর অঞ্চলের ঘোনটোলা এলাকায়। জানা যায় গত চার বছর আগে মেহেরুন্নেসার বিয়ে হয় একই অঞ্চলের পার্শ্ববর্তী পাড়া বালুগ্রাম এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে হেলুর সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন শারীরিক মানসিক অত্যাচার চালাতো বলে মৃতের পরিবারের অভিযোগ। সোমবার সকাল দশটা নাগাদ ওই গৃহবধুর পরিবারের লোকজনকে ফোন মারফত জানানো হয় মেহেরুন্নেসা অসুস্থ রয়েছে। তারপর ছুটে আসে ওই গৃহবধূর পরিবারের লোকজন। তারা দেখতে পান ওই গৃহবধূ অজ্ঞান অবস্থায় পরে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত্যু বলে ঘোষণা করেন। এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে কালিয়াচক থানার পুলিশ। আটক করা হয় মৃতার স্বামী আব্দুর রহিমকে। হাসপাতাল থেকে মৃত্যু দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ।

    এই ঘটনায় মৃত গৃহবধূর মা আলিয়া বিবি মৃত গৃহবধূর স্বামী, ননদ সহ পরিবারের ছয় জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন কালিয়াচক থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।